সেই যে তেইশ বছর বয়েসে চাকরিসুত্রে গ্রেট নিকোবরের কার্মোটায় দ্বীপান্তরে গেলেন, আর হঠাৎ একটা ছোট ডিঙিনৌকায় দুদিন নিরুদ্দেশে চলে গেলেন, তারপর থেকেই প্রতিদিন সূর্যাস্ত দেখাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এখনও ক্যামেরা হাতে মাঝে মধ্যেই শহর থেকে উধাও হয়ে যান বেশ কয়েকদিনের জন্য। স্টিল ফটোগ্রাফির অগুন্তি দেশী-বিদেশী পুরস্কার তাঁর ঝুলিতে।