সপ্তাহকে হপ্তা বলা বাঙালির জন্মগত অধিকার। তেমনি হপ্তা শেষে এদিক ওদিকে ভেসে বেড়াতে তো আমাদের জুড়ি নেই। সপ্তাহান্তে সমুদ্র তীর বা ঝাউবনে ঘুরে না বেড়ালে, নিদেনপক্ষে কলকাতার রাস্তাঘাটে একটু পরিভ্রমণ না করলে কেমন যেন অপূর্ণতা থেকেই যায়। এমনই কিছু স্বল্প দূরের ভ্রমণ নিয়ে হপ্তান্তিক।