একটা পাহাড় কেনার স্বপ্ন দেখার সাহস কখনও হয়নি, তবে পাহাড়ের কোলে ছোট্ট একটা নিজের বাড়ির ছবি আঁকা হয়ে গিয়েছিলো ১০ বছর বয়সে মুসৌরি দেখে। অবিশ্বাস্য ভাবে সে স্বপ্ন সত্যিও হয়েছিল কর্মজীবনের প্রথমদিকে। কুমায়ুনের সেই দিনগুলি থেকে পাহাড়ের প্রতি ভালোবাসা আরো পরিণত হয়। সম্মান করতে শিখি পাহাড়ী মানুষদের সরল কিন্তু কঠিন জীবনযাত্রাকে। জাতি, কর্ম, ধর্ম সবকিছু ভুলিয়ে পাহাড় আজও জীবনের পরম মন্ত্র কে জপ করতে শেখায়, মাথা নিচু করে চলার মন্ত্র। চরৈবেতি।